Site icon suprovatsatkhira.com

বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত খেশরার কৃষক

মনজুরুল হাসান বাবুল, খেশরা (তালা): বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ততা বেড়েছে তালা উপজেলার খেশরার কৃষকদের। আগাম ইরি বোরো চাষে নেমে পড়েছেন তারা।
ইউনিয়নের অধিকাংশ বিলে মাছ চাষ হওয়ায় বোরো ধানই তাদের একমাত্র ভরসা। এ লক্ষ্যে আগাম বীজতলা তৈরির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। চাষীরা বলছেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলা তৈরিতে তেমন কোন সমস্যা হচ্ছে না।
ইউনিয়নের শাহপুর গ্রামের কৃষক আশরাফুল গাজী জানান, এবার তিনি চার বিঘা জমিতে ধান চাষ করার জন্য বীজতলা তৈরি করছেন। ভাল ফসল পাবার আশায় আগাম প্রস্তুতি নিচ্ছেন। ইউনিয়নের আরেক কৃষক মকবুল শেখ জানান, তিনি আট বিঘা জমিতে ধান চাষের জন্য বীজতলায় বীজ বপণ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগ বালাই কম হলে ভাল ফসল হবে বলে আশা করছেন তিনি।
কৃষি অফিসার গাজী মহিউদ্দিন জানান, জানুয়ারিতেই জমিতে বোরো ধান রোপণ শেষ হবে। ফসল পাওয়া যাবে এপ্রিলে। যেসব চাষী আগে চাষ করেন তারা আগে ফসল পাবেন। ইউনিয়নের অধিকাংশ চাষী বোরো ধান চাষের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইউনিয়নের প্রায় ৭০ শতাংশ চাষের জমিতে বোরো ধানের চাষ করা হবে তিনি জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version