Site icon suprovatsatkhira.com

বেনাপোল সীমান্তে ৪০ হাজার ইউএস ডলারসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে ৪০ হাজার ইউএস ডলারসহ আবু জাহিদ (১৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (৩০ নভেম্বর) সকালে বেনাপোল সীমান্তের গাতিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাহিদ বেনাপোলের বড়আঁচড়া গ্রামের সাহেব আলীর ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রার একটি চালান পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তে নজরদারী বৃদ্ধি করে। এক পর্যায়ে ওই পাচারকারী সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে বিজিবি সদস্যরা গাতিপাড়া গ্রামের মসজিদের পাশ থেকে তাকে ধাওয়া দিয়ে আটক করে। এসময় তার শরীর তল্লাশী করে ৪০ হাজার ইউএস ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি টাকায় ৩৩ লাখ ৬০ হাজার টাকা। আটক যুবকের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version