Site icon suprovatsatkhira.com

বেনাপোল ভারতীয় চন্দন কাঠ উদ্ধার

এম ওসমান, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে সামনে থেকে ৩৮ কেজি ভারতীয় চন্দন কাঠ উদ্ধার করেছে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুর ১ টায় এ কাঠ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, তারা জানতে পারেন চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণ চন্দন কাঠ এনে যশোর নেওয়া জন্য বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে সামনে অবস্থান করছে। ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব, ল্যান্স নাযেক আব্দুর রহমান, ল্যান্স নায়েক নজরুল ইসলাম ও সিপাহী সিদ্দিকুর রহমান সেখানে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ৩৮ কেজি চন্দন কাঠ উদ্ধার করেন। যার বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version