নভেম্বর ২, ২০১৮
বেনাপোল বন্দর দিয়ে দেশে আসলো প্রাথমিকের ২৫ লাখ বই
এম ওসমান, বেনাপোল: যশোরের বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করলো প্রাথমিকের ২৫ লাখ বই। এসব বই আমদানি করেছে ন্যাশনাল কারিকোলাম অ্যান্ড টেক্সট বুক। নির্ধারিত চুক্তিতে ভারতে ছাপানো বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বইয়ের মধ্যে প্রথম এই চালানে প্রায় ২৫ লক্ষ বই বেনাপোল বন্দর দিয়ে প্রবেশ করেছে। 8,972,881 total views, 4,563 views today |
|
|
|