Site icon suprovatsatkhira.com

বেনাপোলে ৫ লাখ টাকার ভারতীয় কেডস ও চকলেট উদ্ধার

আ. জলিল, শার্শা (যশোর) প্রতিনিধি: বেনাপোলের পোর্ট থানার নামাজ গ্রামে ভারত থেকে পাচার করে আনা ৫ লাখ টাকার চকলেট ও কেডস (জুতা) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেননি তারা।
রোববার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় বেনাপোল পৌরসভার নামাজ গ্রাম থেকে চোরাচালানী পণ্যগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বেনাপোলের পোর্ট থানার নামাজ গ্রামের মধ্য দিয়ে বেশ কিছু ভারতীয় চোরাচালানী পণ্য সীমান্ত পার করে বেনাপোল বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আইসিপি বিজিবি ক্যাম্পের হাবিলদার সুকেসের নেতৃত্বে একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় কেডস (জুতা) ও চকলেট উদ্ধার করেন।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার আমজাদ হোসেন ৫ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version