Site icon suprovatsatkhira.com

বেনাপোলে জঙ্গিবাদ, নারী নির্যাতন ও মাদক সংক্রান্ত বিট পুলিশিং বিষয়ক মতবিনিময়

শার্শা (বেনাপোল) প্রতিনিধি: যশোরের বেনাপোলে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন ও অন্যান্য অপরাধ প্রতিরোধ সংক্রান্ত বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেনাপোল পোর্ট থানা বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং ফোরাম এর যৌথ উদ্যোগে মঙ্গলবার (৬ নভেম্বর) বিকেলে বাহাদুরপুর ইউনিয়নের শাঁখারীপোতা বাজারে হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা মাঠে বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সদস্য সাগর আহম্মেদ এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সৈয়দ আলমগীর হোসেন, ধান্যখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার গোলাম সারোয়ার, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান, ইউপি সদস্য শেখ জামাল উদ্দীন, আ. মান্নান, বাহাদুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলা ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী আ. রহমান তিতাস, বেনাপোল পোর্ট থানার এসআই মফিজুর রহমান, এএসআই জহিরুল ইসলাম ও দেলোয়ার হোসেন প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version