নভেম্বর ২৯, ২০১৮
বিএনপি নির্বাচনে জিতে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ও খালেদা জিয়াকে জেল থেকে বের করে আনবে: সাবেক এমপি হাবিব
![]() এসএম নাহিদ হাসান: কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিশ^াস করি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট বিজয় লাভ করে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ও খালেদা জিয়াকে জেল থেকে বের করে আনবে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় সাতক্ষীরা-১ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, প্রশাসনের কাছে আমাদের আহবান ভোট সুষ্ঠু করতে আপনারা সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করুন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত আমি নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে বাধাগ্রস্ত হইনি। কিন্তু পরে কি হবে বলা যাচ্ছে না। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভা আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম ফারুক, বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সাত্তার, আশরাফ হোসেন, আইনুল ইসলাম নান্টা, আব্দুর রাকিব মোল্লা, শেখ আব্দুল কাদের বাচ্চু, মারুফ উল ইসলাম, মমতাজুল ইসলাম চন্দন, আবু রায়হান, মোজাফফার হোসেন, শেখ হেলাল হোসেন প্রমুখ। 9,151,623 total views, 13,096 views today |
|
|
|