Site icon suprovatsatkhira.com

ফিংড়ীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান

জি.এম আজিজুল ইসলাম, ফিংড়ী: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ নভেম্বর) ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত এল্লারচর ও বালিথা ওয়ার্ডে ৩৮৫৬ জনের মধ্যে এ কার্ড প্রদান করা হয়।
কার্ড প্রদান কার্যক্রম উদ্বোধন করেন ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান।
উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, সাবেক সভাপতি সোহাগ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অজয় দাশ, ইউপি সদস্য মিজানুর রহমান, রকিব ঢালী, সুকুমার সরদার, মহাদেব কুমার ঘোষ, আফসার উদ্দীন, মহিলা ইউপি সদস্য আছিয়া খাতুন, রেবেকা সুলতানা প্রমুখ। আজ রবিবার শিমুলবাড়িয়া ও উত্তর ফিংড়ী ওয়ার্ডে ৪৩০৩ নাগরিকের মধ্যে কার্ড বিতরণ করা হবে। এছাড়া ২৬ নভেম্বর ফয়জুল্যাহপুর, গোবিন্দপুর ও দক্ষিণ ফিংড়ী ওয়ার্ডে ৪১১২ জন, ২৭ নভেম্বর পশ্চিম সুলতানপুর, মির্জাপুর ও গাভা ওয়ার্ডে ৩২৭৩ জন, ২৮ নভেম্বর গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজ চত্ত্বরে ব্যাংদহা, দক্ষিণ জোড়দিয়া, উত্তর জোড়দিয়া ও পূর্ব সুলতানপুর ওয়ার্ডে ৪৬২৪ জন এবং ২৯ নভেম্বর গোবরদাড়ী, সর্বকাশিমপুর, কুলতিয়া ও হাবাসপুর ওয়ার্ডে ৪২৯১ জন মিলে ২০ হাজার ৬০৩ জন বৈধ নাগরিকের মধ্যে এ কার্ড বিতরণ করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version