কালিগঞ্জ প্রতিনিধি: বেসরকারি শিক্ষক-কর্মচারীদেও বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সভা করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলার শাখার নেতৃবৃন্দ।
শনিবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা চত্বর থেকে আনন্দ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে সভায় মিলিত হয়।
সভায় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার বৈদ্যর সঞ্চালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি রবিন্দ্র নাথ বাছাড়, আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রাধেশ্যাম বিশ্বাস, সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী, খানজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমায়েত আলী, বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় মন্ডল, গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পশুপতি মন্ডল, রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, সহকারি শিক্ষক ইউনুচ আলী, সাইফুল ইসলাম, সঞ্জীব ঘোষ সহ বিভিন্ন প্রমুখ।
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কালিগঞ্জে শিক্ষক সমিতির আনন্দ মিছিল
https://www.facebook.com/dailysuprovatsatkhira/