Site icon suprovatsatkhira.com

প্রতাপনগরে নৌকায় ভোট চেয়ে উঠান বৈঠক

সমীর রায়, আশাশুনি: আশাশুনির প্রতাপনগরে সরকারের উুন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ নভেম্বর) প্রতাপনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে গাজীবাড়ী চত্বরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বর্তমান শেখ হাসিনা সরকারের উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন।
তিনি বলেন- আওয়ামী লীগ সরকার যেমন দেশের উন্নয়নে বিশ্বাস করে। তেমনই দেশে ইসলাম শিক্ষার প্রসারে তিনি যুগান্তকারী ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন। তাই কওমী শিক্ষা ব্যবস্থাকে স্বীকৃতি দিয়ে দেশের ১৪ লক্ষ শিক্ষার্থীর জীবনকে নতুন দিশা দিয়েছেন। তাই মাদ্রাসার শিক্ষকরা তাকে ‘কওমী জননী’ উপাধিতে ভূষিত করেছেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও তিনি নৌকা প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান করেন।
উঠান বৈঠকে ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version