আশাশুনি প্রতিনিধি: আশাশুনির প্রতাপনগরে নলকূপ মেরামতের সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ নভেম্বর) বেলা ১১টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গের এর সহযোগিতায় ফ্রেন্ডশিপ’র বাস্তবায়নে এ সরঞ্জামাদি বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে কমিউনিটি স্টেকহোল্ডারদের হাতে নলকূপ মেরামতের ১২ প্রকার সরঞ্জামাদি তুলে দেন প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন।
ফ্রেন্ডশিপ’র উপজেলা কো-অর্ডিনেটর মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্লক সুপারভাইজার মুজিবর রহমান, ইউপি সচিব খায়রুল ইসলাম, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সাবেক সদস্য মুজিবুুর রহমান, যুবলীগ নেতা বারিক হোসেন, সমাজসেবক মিজানুর রহমান প্রমুখ।