Site icon suprovatsatkhira.com

পৌর ৫নং ওয়ার্ড বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কর্মী সম্মেলন

ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের পৌর ৫নং ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ নভেম্বর) বিকালে শহরের পার-কুখরালী কাঁঠালতলা মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
৫নং ওয়ার্ড বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের কচির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
আরও বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আবু সায়ীদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি ও জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা পারভীন সেজুতি। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আল মাহমুদ পলাশ।
বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আব্দুর রশিদ, জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা শাখার আহবায়ক এসএম জাহাঙ্গীর আলম, পৌর শাখার সভাপতি আসাদুজ্জামান লাভলু, পৌর শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৫নং ওয়ার্ড বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি ডা. রুহুল আমিন প্রমুখ। সভা পরিচালনা করেন ৫নং বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শ্রমিক নেতা এছাক সরদার।
এসময় প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, হাইকোর্টের নির্দেশে জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করেছে। এ কারণে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করেছেন কোনভাবেই জামায়াত নির্বাচন করতে পারবে না। সুতরাং মরাকে পাশে রেখে কান্না-কাটি করে আসলে কিন্তু আর কোন লাভ নেই। বিগত ২০১৩ সালে মানুষ কিন্তু সহজে চলাচল করতে পারেনি। রাস্তাঘাট কেটে রাখার কারণে এসব রাস্তা অচল হয়ে পড়েছিল। সে সময় একজন অসুস্থ রোগীকেও হাসপাতালে নেওয়া যায়নি। তিনি আরো বলেন, আমরা আর ওই অন্ধকার যুগে ফিরে যেতে চায় না। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করুন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version