ডেস্ক রিপোর্ট: স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু’র উদ্যোগে সদর উপজেলার পার মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছোটবন্ধুদের মাঝে পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের মাঝে এ উপহার বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীন উপস্থিত থেকে ৫ম শ্রেণির ১৪ জন পরীক্ষার্থীর মাঝে এ উপহার বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল করিম, জ্যোতিষ কুমার মন্ডল, আমরা বন্ধু’র সদস্য আব্দুল কাদের, মফিজুল ইসলাম, নুরুল হুদা, মো. আরিফুল ইসলাম রোহিত, এস এম নাহিদ হাসান প্রমুখ।
এর আগে সংগঠনটি উপজেলার খেজুরডাঙ্গা, বকচরা, মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৬ ছোটবন্ধুকে এ উপহার প্রদান করে।
২০১৫ সাল থেকে আমরা বন্ধু নামে এ সংগঠনটি সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ দিতে শিক্ষা উপকরণ হিসেবে খাতা কলম উপহার দিয়ে আসছে।