পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আওতায় রক্তদানকারীদের নাম তালিকাভূক্তির লক্ষ্যে ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ফ্রেন্ডস গ্রুপের আয়োজনে বিনামূল্যে এ রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এসময় ফ্রেন্ডস গ্রুপের সভাপতি সিরাজুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই, ডা. মুজাহিদুল ইসলাম, শিক্ষক আব্দুল মান্নান, ফ্রেন্ডস গ্রুপের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল, সিনিয়র সহসভাপতি রূপায়ন হাজরা, লক্ষ্মণ দাশ, সদস্য জাহিদুর রহমান সুমন, বিপ্লব মন্ডল বিপু, জয়ন্ত বিশ্বাস, মুকিদুজ্জামান রুবেল, আলাউদ্দীন, কামরুজ্জামান মোড়ল প্রমুখ।
8,486,809 total views, 139 views today