Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় ফার্মেসীর লাইসেন্স জাল, কারণ দর্শানো নোটিশ

পাইকগাছা ব্যুরো: পাইকগাছার জাল-জালিয়াতি লাইসেন্স নিয়ে ঔষধ ব্যবসা পরিচালনার কারণে রহিমা ফার্মেসীর মালিক গোলাম মোস্তফাকে ৭ দিনের সময় দিয়ে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জেলা ঔষধ প্রশাসন তত্ত্বাবধায়ক আব্দুর রশীদ এ নোটিশ প্রদান করেছেন।
সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রহিমা ফার্মেসীতে খুলনার ঔষধ প্রশাসন তত্ত্বাবধায়ক আব্দুর রশীদের নেতৃত্বে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আউয়াল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় রহিমা ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ডাক্তারী স্যাম্পল, ফ্রিজে মাছ-মাংস রাখা ও দোকানের নামে জালিয়াতি লাইসেন্সের কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আউয়াল ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনার কারণে ঔষধ প্রশাসন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ দিনের কারণ দর্শানো নোটিশ প্রদান করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version