Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় প্রতারণার অভিযোগে শ্যালকের বিরুদ্ধে ভগ্নিপতির মামলা

পাইকগাছা ব্যুরো: পাইকগাছায় বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার অভিযোগে ভগ্নিপতি তার শ্যালকের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। আদালত এ মামলায় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
মামলা সূত্রে জানা গেছে, গদাইপুর ইউনিয়নের মেলেকপুরাইকাটীর আব্দুল মজিদ গাজী সম্পত্তি (বন্ধক) হিসাবে গত বছরের ২ জুলাই ৩ লাখ ১ হাজার টাকার চুক্তিতে একই গ্রামের তার শ্যালক মীর শাহিন হোসেনের সাথে চুক্তিবদ্ধ হয় এবং প্রথম কিস্তিতে ২ লাখ ৪৬ হাজার টাকা গ্রহণ করেন। ব্যবসায়ী মজিদ অভিযোগ করেছেন, শ্যালক শাহীন নির্দিষ্ট সময় সীমার মধ্যে সম্পত্তি রেজিস্ট্রি সম্পাদন ও সমুদয় অর্থ পরিশোধ না করে তাল বাহানা করতে থাকলে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়। তার অভিযোগ এতে সাড়া না মিললে সর্বশেষ শাহীনের বিরুদ্ধে পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ৭৪১/১৮ মামলা দায়ের করা হয়। এ মামলায় আদালত আসামি শাহীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। থানার ওয়ারেন্ট অফিসার এ মামলার আসামি আত্মগোপনে রয়েছে বলে জানিয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version