পাইকগাছা ব্যুরো: পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি প্রশমনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ৫ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ৩ ব্যাচের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) ও উপজেলা ত্রাণ দপ্তর আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা।
বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক নূরালী মোড়ল, ইউপি সদস্য রেজাউল ইসলাম ও পানিই জীবন প্রকল্পের রেক্সোনা খাতুন। এর আগে প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট স ম বাবর আলী ও ইউএনও জুলিয়া সুকায়না। প্রশিক্ষণে ১০ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৯০ জন সদস্য অংশগ্রহণ করে।
পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি প্রশমন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/