পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা-৬ আসনে জাতীয় পার্টি মনোনীত ২ প্রার্থীর মধ্যে বহিরাগত প্রার্থী উল্লেখ করে শফিকুল ইসলাম মধুকে অবাঞ্ছিত ঘোষণা করে তার মনোনয়ন প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে পাইকগাছা উপজেলা জাপার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকালে বাজার চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধুর মনোনয়ন প্রত্যাহার করে উপজেলা আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীরের মনোনয়ন চূড়ান্ত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জাপার সদস্য সচিব সামছুল হুদা খোকন, পৌর আহবায়ক গাজী আব্দুস সামাদ, সদস্য সচিব রবিউল ইসলাম গাজী, জাপা নেতা কৃষ্ণ রায়, ইউলাদ গোলদার, জিএম আব্দুর রাজ্জাক, প্রভাষ মন্ডল, সাদেকুর রহমান, সুকুর আলী, আশিক মাহমুদ, সোহরাব গোলদার, মোবারক হোসেন, মাফিকুল ইসলাম, যুবনেতা মাসুদুর রহমান, আব্দুর রহিম, মুজিবর রহমান, সিরাজুল ইসলাম সিরাজ, মঞ্জুরুল গাজী, ছাত্রনেতা তন্ময় রায়, খায়রুল ইসলাম, গফুর হোসেন ডাবলু, জিএম বাবলা, জাকির হোসেন, সুমন, তপন সরদার, বাদশা, গফফার গাজী, আল আমিন, হাবিবুর রহমান, দেবাশীষ সানা, ওয়াদুদ গোলদার, আবুল কালাম, বিপ্লব মন্ডল, রবিউল ইসলাম, সুশান্ত সরদার, মিলন মন্ডল, শেখ রবিউল ইসলাম, সাঈদ মোল্লা, ইকবাল হোসেন, আকরাম সরদার, শ্মশাঙ্ক হালদার, ইউসুফ মোড়ল, আমির আলী গাজী, নান্টু মন্ডল, পঙ্কজ হালদার, হাশেম ঢালী, আব্দুল গণি গাজী, সুশান্ত মন্ডল, সাইদুর রহমান, বাবু, রুহুল আমিন, কামাল গাজী ও অলকেশ ঢালী।
পাইকগাছায় জাপার প্রার্থী মধুকে অবাঞ্ছিত ঘোষণা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/