পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় কিশোরীদের বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ নভেম্বর) সকালে শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে পাইকগাছা উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক দিপংকর কুমার দত্ত।
এদিকে, দুপুরে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুরূপ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান শিক্ষক অঞ্জলী রাণী শীলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, সাংবাদিক আব্দুল আজিজ, শিক্ষক নিগার সুলতানা, আরিজউল্লাহ, শিউলী দে, পূরবী বোস, দিপালী ঘোষ, আদিত্য ঘোষ, মনতোষ মন্ডল, নার্গিস আক্তার, ফাতেমা খাতুন, শংকর প্রসাদ মুনি, মাসুম বিল্লাহ, তপন মন্ডল, কনিকা ঘোষ, রিতা রায়, শিক্ষার্থী রমা দেবনাথ, আফসানা মিমি, জয়া দত্ত, হাবিবা সুলতানা, বৃষ্টি ঘোষ, তিন্নি, রাজিয়া সুলতানা, তিথি দেবনাথ ও আবিদা সুলতানা।
পাইকগাছায় কিশোরীদের বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/