Site icon suprovatsatkhira.com

পল্লীমঙ্গল স্কুলে ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট: “বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, তারই ধারাবাহিকতায় পিছিয়ে নেই সাতক্ষীরাও। সাতক্ষীরা সদরের সবগুলো কলেজকে বহুতল ভবন দেয়ে হয়েছে। এছাড়া অনেক মাদ্রাসা এবং মাধ্যমিক বিদ্যালয়েও বহুতল ভবন দেয়া হয়েছে। কিছু মাদাসা বাকি আছে সেগুলোয় দেওয়ার চেষ্টা করছি, ধাপে ধাপে সবই দিতে পারব। আমি একটি সুন্দর মডেল সাতক্ষীরার স্বপ্ন দেখি। এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকার বিকল্প নেই।”
সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি এ কথা বলেন।
সোমবার (৫ নভেম্বর) সকাল ১১টায় নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভীতবিশিষ্ট চারতলা এ একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
একই অনুষ্ঠানে পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের কৃতি-শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো. আব্দুল হামিদ আল-হাফিজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল-মামুন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী তানভীর ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎনা আরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী এমএমএ জায়েদ বিন গফুর, পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ইউনুস আলী, পরিচালনা পরিষদের সভাপতি মুজিবর রহমান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, দাতা সদস্য মো. শাহ্ আলম হাসান শানু, পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের বিদ্যোৎসায়ী সদস্য মো. জাহিদ হাসান আলতু, সদস্য মো. অজিহার রহমান, নীলা চৌধুরী, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, মোতাচ্ছিম বিল্লাহ প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version