কেড়াগাছি প্রতিনিধি: পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের হাত ধরে আবারও তালা কলারোয়ার উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত।
কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারে ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশা ব্যক্ত করেন।
তিনি বলেন, পল্লী বন্ধুর শাসনামলে তালা কলারোয়ার সর্বাধিক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে।
সভায় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. আনিছুর রহমান, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবু।