Site icon suprovatsatkhira.com

পরীক্ষায় অসদুপায় অবলম্বন: চুকনগরে ৩ পরীক্ষার্থী ও ৩ কক্ষ পরিদর্শক বহিস্কার

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর (খুলনা): চুকনগর হাছানিয়া দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে জেডিসি পরীক্ষায় বই দেখে লেখার অপরাধে তিন পরীক্ষার্থী ও দায়িত্বে অবহেলার দায়ে তিন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন উপজেলার টিপনা আঙ্গারদহা দাখিল মাদ্রাসার শিক্ষক আসাদুজ্জামান, নুরানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক রুহুল আমীন এবং পাঁচপোতা দাখিল মাদ্রাসার শিক্ষিকা মিসেস রুপা খাতুন। তিন পরীক্ষার্থী শোভনা দাখিল মাদ্রাসার ছাত্র মাহফুজ শেখ (রোল-২৬৫৮৯৪), আঁঠারোমাইল বিএমকে দাখিল মাদ্রাসার ছাত্র সুলাইমান (রোল-২৬৫৯৯৯) এবং একই মাদ্রাসার ছাত্র হাবিবুর রহমান (রোল-২৬৬০০৫)। কেন্দ্র সচিব সম শাহীন কাদির জানান, ইংরেজী পরীক্ষা চলাকালীন হঠ্যাৎ করে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম একটি কক্ষে প্রবেশ করেন। এ সময় ওই কক্ষে পরীক্ষার্থীরা কয়েকটি বইয়ের পাতা লুকানোর সময় তিনি দেখে ফেলেন। এরপর হল সুপার টিপনা আঙ্গারদহা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বায়েজিদ হুসাইনকে বইয়ের পাতা উঠাতে বলেন এবং তিন পরীক্ষার্থী ও ওই কক্ষে দায়িত্ব পালনকারী কক্ষ পরিদর্শক ৩ জনকে বহিস্কারের নির্দেশ দেন। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক তাদের বহিস্কার করা হয়েছে। কেন্দ্রে দায়িত্ব পালনকারী ডুমুরিয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার শেখ ফারুক হেসেন বলেন, আমি ওই ঘটনার সময় অন্য কক্ষে ছিলাম। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম বলেন, বহিস্কৃত পরীক্ষার্থীরা বই দেখে লিখছিল। আমি কক্ষে প্রবেশ করার সাথে সাথে তারা বই লুকানোর চেষ্টা করে। এসময় হল সুপার ও কক্ষ পরিদর্শককে বই উদ্ধার করতে বলি এবং ৩ পরীক্ষার্থীকে বহিস্কারসহ ৩ শিক্ষককে পরীক্ষার সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেই।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version