Site icon suprovatsatkhira.com

নেটওয়ার্ক ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট বাংলাদেশের জেলা কমিটি গঠন: সভাপতি অপরেশ পাল, সম্পাদক শেখ আফজাল হোসেন

জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গঠনের লক্ষ্যে স্থানীয়, আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অধিপরামর্শ প্রদানে সিডিপির আয়োজনে সাতক্ষীরা জেলায় নেটওয়ার্ক ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট বাংলাদেশ (এনসিআরবি) গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শহরের ইন্ডিয়ান মাসালায় অপরেশ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিডিপির স্পেস প্রকেল্পের ব্যবস্থাপক আতিকুর রহমান টিপু, প্রোগ্রাম কো-অর্ডিনেটর খোকন সিকদার, বিভাগীয় সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লব, সিডিপির কর্মী এসএম এ রহিম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে অপরেশ পালকে সভাপতি, শেখ আফজাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি খুরশীদ জাহান শিলা, যুগ্ম সম্পাদক শংকর চন্দ্র মন্ডল, কোষাধ্যক্ষ রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সঞ্জিব ঘোষ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শামীমা পারভীন, জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ, কৃষি, খাদ্য ও স্বাস্থ্য সম্পাদক উত্তম কুমার মজুমদার, নির্বাহী সদস্য যথাক্রমে লতিফা আক্তার, সুশান্ত মল্লিক, মহসিনা বেগম, শেখ হেদায়েতুল ইসলাম, সিরাজুন সঞ্জু। প্রেস বিজ্ঞপ্তি

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version