নয়ন আহমেদ, নুরনগর: শ্যামনগর উপজেলার নুরনগরের রামজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে খালে পড়ে মিম (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিম রামজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও রামজীবনপুর মল্লিক পাড়া গ্রামের মুজিবর মল্লিক মেয়ে।
স্থানীয়রা জানায়, মিমসহ তাদের পরিবারের কয়েকজন আত্মীয়ের বাড়ি থেকে ফিরে আসার সময় তাদের বহনকারী ব্যাটারিচালিত ভ্যান উল্টে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এসময় ভ্যানের ছাউনির একটি অংশ শিশু মিমের মাথায় ঢুকে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।