Site icon suprovatsatkhira.com

নুরনগরে নির্বাচনী প্রচারণা সংক্রান্ত ব্যানার অপসারণ

গতকাল শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়ন পরিষদ চত্তরসহ ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে নির্বাচনী প্রচারণা সংক্রান্ত সকল প্রকার ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়েছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্র্থী বা প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার সংক্রান্ত পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে তা আগামী ১৪ নভেম্বর রাত ১২টার পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তিগণকে নিজ খরচে অপসারণের জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে সিটি কর্পোরেশন, পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়েছে। তারই আলোকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাতক্ষীরা এবং উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নির্দেশক্রমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার এ উপজেলায় নির্বাচনী প্রচার সংক্রান্ত পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড অপসারণ কার্যক্রম চালাচ্ছেন। সে লক্ষ্যে নুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ ১২ নভেম্বর সকাল ১০টায় স্থানীয় প্রসাশনকে সাথে নিয়ে ইউনিয়নে নির্বাচনী প্রচার সংক্রান্ত পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড অপসারণ কার্যক্রম পরিচালনা করেছেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যা ও সদস্যগণ। প্রেস বিজ্ঞপ্তি

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version