Site icon suprovatsatkhira.com

নগরঘাটায় জমি নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি: শত্রুতা মামার সাথে। আর এই শত্রুতাকে কেন্দ্র করে মামার বাড়িতে বেড়াতে আসা ভাগ্নে জাহাঙ্গীর আলমকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এতে আহত জাহাঙ্গীরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ৭টা সেলাই দেয়া হয়েছে।
গত সোমবার রাত ৯টায় তার উপর এ হামলা চালানো হয়।
সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত জাহাঙ্গীরের অভিভাবকরা জানান, তালা উপজেলার নগরঘাটা গ্রামের আব্দুস সালামের বাড়িতে বেড়াতে যান তার ভাগ্নে জাহাঙ্গীর। ওইদিন রাত ৯টার দিকে মামাতো ভাই সবুজের সঙ্গে বাড়ির সামনে ঘোরাফেরা করছিল সে। এসময় মামার সাথে জমাজমি নিয়ে বিরোধীয় প্রতিপক্ষ আব্দুল ওহাব সরদার, তার ভাইপো মনিরুল ইসলাম, আব্দুর সবুরসহ কয়েকজন আকর্ষিকভাবে লোহার সাবল দিয়ে জাহাঙ্গীরের মাথায় আঘাত করে। একই সময় সঙ্গে থাকা মামাতো ভাই সবুজ হোসেনও আহত হয়। সন্ত্রাসীরা এসময় তাদের দেশীয় বিভিন্ন অস্ত্রসস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। তাদের আত্মচিৎকারে প্রতিবেশিরা এসে উদ্ধার করে জাহাঙ্গীরকে পরিবারের সহয়তায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version