নভেম্বর ১৮, ২০১৮
নওয়াবেঁকী মোকামে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী মোকামে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে সুন্দরবন উপকূলীয় এবং নদীবেষ্টিত গাবুরা, পদ্মপুকুর, আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্রাণকেন্দ্র খোলপেটুয়া নদী সংলগ্ন এ বৃহৎ মোকামের আল আমিন বস্ত্রালয় ভবনের ২য় তলায় এই এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন হয়। 9,011,064 total views, 8,287 views today |
|
|
|