নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকীতে সমৃদ্ধি কর্মসূচির আওতায় সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ নভেম্বর) এনজিএফ এর ট্রেনিং সেন্টারে সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান। এ সময় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান সদস্যদের পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানটির সার্বিক দিক নির্দেশনায় ছিলেন নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর সমৃদ্ধি কর্মসূচির (ইপিসি) এইচএম মামুনুর রশীদ। সহযোগিতা করেন সমৃদ্ধি কর্মসূচির ইডিওবৃন্দ।