Site icon suprovatsatkhira.com

নওয়াপাড়া ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় টিকেট জয়ী

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির নওয়াপাড়ায় আট দলীয় ফুটবল টুর্নাামেন্টের ২য় দিনের খেলায় টিকেট যুব সংঘ জয় পেয়েছে। শনিবার (১০ নভেম্বর) বিকালে নওয়াপাড়া জগদ্ধাত্রী পূজা মন্ডপ মাঠে অনুষ্ঠিত এ খেলার আয়োজন করে নওয়াপাড়া পূজা উদযাপন পরিষদ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় টিকেট মায়েরবাড়ি মিতালী যুব সংঘ ও খেজুরডাঙ্গা ইয়াংস্টার ক্লাব মুখোমুখি হয়। খেলায় টিকেট দল ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন বাবলু রহমান। সহকারি রেফারী ছিলেন শিমুল হোসেন ও রোকনুজ্জামান লাভলু। ধারাভাষ্যে ছিলেন আবু মুছা। আজ একই মাঠে শ্বেতপুর ও শরাফপুর ফুটবল একাদশ মুখোমুখি হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version