আশাশুনি প্রতিনিধি: আশাশুনির নওয়াপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) বিকালে নওয়াপাড়া পূজা উদযাপন পরিষদের আয়োজনে জগদ্ধাত্রী পূজা মন্ডপ মাঠে অনুষ্ঠিত খেলার প্রথম সেমিতে মহাজনপুর ফুটবল একাদশ ও গাভা ফুটবল একাদশ মুখোমুখি হয়।
খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে গাভা দল ৫-৪ গোলের ব্যবধানে মহাজনপুরকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মহাজনপুর দলের কৌশিক সরকার। রেফারী ছিলেন বাবলুর রহমান। সহকারী ছিলেন ইয়ামিন হোসেন ও শিমুল হোসাইন। ধারাভাষ্যে ছিলেন আবু মুছা ও প্রভাষক সুমঙ্গল।