Site icon suprovatsatkhira.com

দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র প্রথম প্রতিনিধি সম্মেলন:সত্য প্রকাশের প্রত্যয়

ডেস্ক রিপোর্ট: সত্য প্রকাশের প্রত্যয়ে অনুষ্ঠিত হয়ে গেল দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র প্রথম প্রতিনিধি সম্মেলন। শনিবার শহরের চায়না বাংলা কনফারেন্স রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র সম্পাদক ও প্রকাশক একেএম আনিছুর রহমান।
সম্মেলনে বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। সমাজের সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে মানুষ গণমাধ্যম তথা সংবাদ কর্মীদের কাছে আসে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে গণমাধ্যম সমাজের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে পারে। এজন্য সংবাদ কর্মীদের অবশ্য নানা ঝুঁকির মধ্যদিয়ে জীবনযাপন করতে হয়। তারপরও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সংবাদ কর্মীদের নির্ভুল ও সত্য তথ্য পরিবেশনে আন্তরিক হতে হবে। প্রভাবিত হয়ে সংবাদ পরিবেশন করা যাবে না।
বক্তারা আরও বলেন, খুব অল্প সময়ের মধ্যেই সুপ্রভাত সাতক্ষীরা পাঠকের মনে জায়গা করে নিয়েছে। তারুণ্য নির্ভর এই দৈনিকটি যতদিন পৃথিবীর বুকে টিকে থাকবে মানুষের কথা বলবে, গণমানুষের পক্ষে অবস্থান নেবে। সমাজের প্রভাবশালী ও দুর্বৃত্তদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবে। অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাবে।
বক্তারা এ সময় সত্য প্রকাশের প্রত্যয় ব্যক্ত করেন।
সাব-এডিটর আরিফুল ইসলাম রোহিতের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র নির্বাহী সম্পাদক তানজির কচি, সহযোগী সম্পাদক শামীম পারভেজ, বার্তা সম্পাদক রফিকুল ইসলাম, সহকারি সম্পাদক আহসানুর রহমান রাজীব, বিশেষ প্রতিনিধি মোশারফ হোসেন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি শেখ শাওন আহমেদ সোহাগ, শ্যামনগর উপজেলা প্রতিনিধি গাজী আল ইমরান, দেবহাটা প্রতিনিধি মীর খায়রুল আলম, আশাশুনি প্রতিনিধি সমীর রায়, কলারোয়া প্রতিনিধি মোজাহিদুল ইসলাম, তালা প্রতিনিধি সৌমেন মজুমদার, পাটকেলঘাটা প্রতিনিধি নাজমুল হক, কেশবপুর প্রতিনিধি শাহীন ইসলাম, মনিরামপুর প্রতিনিধি আব্বাস উদ্দিন, বেনাপোল প্রতিনিধি এম ওসমান, ভোমরা প্রতিনিধি আবিদ হোসেন, ধানদিয়া প্রতিনিধি মঈনুল ইসলাম, কৃষ্ণনগর প্রতিনিধি জামাল উদ্দিন প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version