Site icon suprovatsatkhira.com

দেবহাটায় মা ও মেয়েকে পিটিয়ে জখম

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়ায় মৎস্য ঘেরের ভেড়ি দিয়ে যাওয়ায় মা ও মেয়েকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৯ নভেম্বর) উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চারকুনি বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চারকুনি বিলে দীর্ঘদিন ঐ গ্রামের মনতেজ আলীর ছেলে শহিদুল ও প্রতিবেশী আব্দুল মজিদেও ছেলে নজরুল ইসলাম বাবু যৌথ ভেড়ি দিয়ে মাছ চাষ করেন। শুক্রবার বিকাল ৫টার দিকে তাদের ভেড়ি দিয়ে শহিদুলের স্ত্রী ছফুরা খাতুন ও কন্যা আমেনা খাতুন ঘাস নিয়ে বাড়িতে ফেরার পথে বাধা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে নজরুল ইসলাম বাবু। এতে কথাকাটি একপর্যায়ে নজরুল ক্ষিপ্ত হয়ে শহিদুলের স্ত্রী ছফুরা খাতুন ও কন্যা আমেনা খাতুনকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে গেলে নজরুল তাদেরকে জীবননাশের হুমকি দিতে থাকে। পরে স্থানীয়রা নজরুলের হুমকি উপেক্ষা করে আহত ছফুরা ও আমেনা খাতুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version