দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় বিদ্যুৎস্পৃষ্টে রবিউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ঘলঘলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের লোকজন জানান, বাড়ির জানালার গ্রীলে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ির অন্যরা দেখতে পেয়ে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।