Site icon suprovatsatkhira.com

দেবহাটায় বিএনপি নেতা বাবু আটক

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের অভিযানে বিএনপি নেতা হাসান বাবু আটক হয়েছে। শনিবার সন্ধ্যায় কুলিয়া এলাকায় অভিযান চালিয়ে দেবহাটা থানা পুলিশ তাকে আটক করে। সে বহেরা গ্রামের নুর ইসলামের ছেলে।
এছাড়া উপজেলার কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও পুষ্পকাটি গ্রামের আনছার আলীর ছেলে রিয়াজ কামাল মামুন, বিএনপি নেতা শহিদুল ইসলামসহ কয়েকজন নেতাকর্মী আটকের খবর পাওয়া গেছে। দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, দেবহাটা থানা পুলিশের অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version