Site icon suprovatsatkhira.com

দেবহাটায় গরু-ছাগল মোটাতাজাকরণ প্রশিক্ষণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ২দিনব্যাপী গরু-ছাগল মোটাতাজাকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা নারী কণ্ঠ উন্নয়ন সংস্থার আয়োজনে লিলিয়ানা ফন্ডস’র অর্থায়নে প্রতিবন্ধী সদস্যদের পরিবারের অর্থনৈতিক স্বচ্ছলতা ফেরাতে এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে প্রতিবন্ধী নারী ও প্রতিবন্ধী শিশুদের মায়েরা অংশগ্রহণ করে। ২দিনের প্রশিক্ষণ প্রদান করেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের সহকারী প্রাণিসম্পদক অফিসার মাহবুব রশিদ। সমাপনি কর্মশালায় উপস্থিত ছিলেন নারী কণ্ঠ উন্নয়ন সংস্থার সুপারভাইজার মুজিবর রহমান, হিসাবরক্ষণ সাবিয়া খাতুন, ফিল্ড অফিসার পিকু মন্ডলসহ প্রতিবন্ধী নারী ও প্রতিবন্ধী শিশুদের মায়েরা। প্রশিক্ষণে গরু-ছাগল মোটাতাজাকরণ বিষয়ক, পশুর রোগের লক্ষণ ও সুচিকিৎসার উপায়, খাদ্য প্রস্তুতসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version