Site icon suprovatsatkhira.com

দেবহাটায় খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা

Exif_JPEG_420

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় দেবহাটার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ (কেবিএ) মাঠে উৎসবমুখর পরিবেশে এ মেলা অনুষ্ঠিত হয়। সাসটেইনেবল এগ্রিকালচার, ফুড সিকিউরিটি এন্ড লিংকেজেস-সফল ২ প্রকল্পের মাধ্যমে উত্তরণ ও সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার যৌথ আয়োজন এবং বাস্তবায়নে মেলায় অংশ নেয়া ২০টি স্টলে নিরাপদ খাদ্য, কৃষি, মৎস্য, লাইভস্ট্রক, নিউট্রিশনসহ বিভিন্ন জনসচেতনতামূলক প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান। সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সফল প্রকল্প ও সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম ম্যানেজার সুরাইয়া খাতুন।
বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, ডা: আবু হুসাইন, প্রকল্প ব্যবস্থাপক ইকবাল হোসেন, মাকসুদুর রহমান, কমোডিটি ম্যানেজার ডা: এসএ শামীম আহম্মেদ, ডা: ঝন্টু বিকাশ, ডা: অতীশ চন্দ্র, প্রোগ্রাম অফিসার মাসুদুর রহমান, সফল প্রকল্প-উত্তরণের এডমিন অফিসার মাহবুবুর রহমান, কমোডিটি ম্যানেজার ডা: নাজমুন নাহার প্রমূখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version