ফরহাদ হোসেন সবুজ, পারুলিয়া (দেবহাটা): দেবহাটার টিকেটে ছয় দিনব্যাপী সর্বজনীন শ্রী শ্রী শ্যামাকালীপূজা শুরু হচ্ছে আজ। ঐতিহ্যবাহী টিকেট প্রভাতী সংঘের পরিচালনায় জাকজামকপূর্ণ পরিবেশে ছয় দিনের বর্ণাঢ্য আয়োজনে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
আয়োজক কমিটির সভাপতি প্রভাস চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক দিবাশীষ সরদার জানান, আজ মঙ্গলবার (৬ নভেম্বর) সন্ধ্যায় দ্বীপদান, রাত্রে শ্রী শ্রী শ্যামাকালী পূজা ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে পূজার কার্যক্রম শুরু হবে। ছয় দিনব্যাপী পূজায় প্রতি দিনই সঙ্গীতানুষ্ঠান, কবিগান, যাত্রাপালা, নৃত্যানুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন থাকছে। এছাড়া শুক্রবার রাতে নাট্য পরিচালক জিএম সৈকত ও অভিনেত্রী নতুন উপস্থিত থাকবেন।
পূজার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ. ফ. ম. রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
দেবহাটার টিকেটে ৬ দিনব্যাপী শ্যামাকালী পূজা শুরু আজ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/