ডেস্ক রিপোর্ট: ‘শেখ হাসিনার উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুতায়ন’ প্রতিপাদ্যে শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরে পৌঁছালো বিদ্যুৎ। শুক্রবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় ইউনিয়নের সেনাখালি থেকে পাতাখালি গ্রামের চৌদ্দরশি ব্রিজ পর্যন্ত মোট নয় কিলোমিটার বিদ্যুতের লাইনের উদ্বোধন করা হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুতের লাইন স্থাপন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পদ্মপুকুর ইউনিয়নের চেয়্যারমান অ্যাডভোকেট এস এম আতাউর রহমান। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য এবং স্থানীয় সাধারণ মানুষ।
এই বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় ৭শ গ্রাহক বিদ্যুৎ সংযোগ পাবে।