Site icon suprovatsatkhira.com

তলুইগাছা সীমান্তে আটক ৭

বিশেষ প্রতিনিধি: অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে নারী, পুরুষ ও রোহিঙ্গাসহ সাতজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে একজন পুরুষ, তিন জন মহিলা, দুই জন শিশু ও এক জন মিয়ানমারের পুরুষ নাগরিক রয়েছেন। এদের মধ্যে ছয়জনের বাড়ি সাতক্ষীরা ও খুলনা জেলার বিভিন্ন স্থানে।
তলুইগাছা বিওপির হাবিলদার হুময়িন কবির জানান, নায়েক আব্দুল কাদেরের নেতৃত্বে বিজিবির একটি টহলদল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর সকাল ৬ টার দিকে তলুইগাছা মাঠপাড়া সীমান্তের মেইন পিলার ১৩ এর কাছাকাছি এলাকা থেকে নারী ও পুরুষসহ ৭ জনকে আটক করে। পরে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে তাদের নামে পাসপোর্ট আইনে মামলা দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে একজন মিয়ানমারের নাগরিক আছে। তাকে জেলা প্রশাসকের মাধ্যমে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version