Site icon suprovatsatkhira.com

তফসিল ঘোষণায় দেবহাটায় আ’লীগের আনন্দ মিছিল

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পারুলিয়া বাসস্ট্যান্ড থেকে আনন্দ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর। উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, পারুলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন, উপজেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version