আশাশুনি প্রতিনিধি: তফশীল ঘোষণা করায় নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানিয়ে আশাশুনিতে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ নভেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জনতা ব্যাংক মোড়ে মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে ও যুুবলীগ নেতা এমএম সাহেব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, কৃষকলীগের সভাপতি স,ম সেলিম রেজা, যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান, আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ আছু, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, তরুন লীগের সাবেক সভাপতি ওমর সাকি পলাশ, ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর রহমান রাজ, যুবলীগ নেতা এজদান, রিপন, লিটিল, শ্রমিক নেতা হাতেম আলী প্রমুখ।
বক্তারা বলেন, একাদশ জাতীয় সংসদ বানচাল করার জন্য বিএনপি ও তাদের দোষররা যে ষড়যন্ত্র করছে তা প্রতিহত করে আগামী নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সর্বদা মাঠে প্রস্তুত থাকব। এর আগে একটি আনন্দ মিছিল জনতা ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
তফশীল ঘোষণা করায় আশাশুনিতে আনন্দ মিছিল ও পথসভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/