নভেম্বর ২৪, ২০১৮
ডুমুরিয়ার টিয়াবুনিয়া স্লুইস গেটে ফাটল
গাজী আব্দুল ক্দ্দুুস, চুকনগর: খুলনার ডুমুরিয়ায় ভারী যানবাহন চলাচলের কারণে সালতা নদীর মুখে সদ্য নির্মিত তিন ব্যান্ডের স্লুইস গেটে ফাটল দেখা দিয়েছে। সম্প্রতি স্থানীয়দের চোখে কাছে ফাটলের বিষয়টি ধরা পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। 8,954,060 total views, 9,810 views today |
|
|
|