Site icon suprovatsatkhira.com

ডিবি পুলিশের অভিযানে ২শ পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

ডেস্ক রিপোর্ট: শহরের বাঙ্গালের মোড় থেকে দুইশ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে বাঙ্গালের মোড়ের সংগ্রাম টাওয়ারের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, আশাশুনি উপজেলার মধ্যএকশরা গ্রামের সামসুর রহমানের ছেলে কামাল হোসেন, সদরের খড়িবিলা এলাকার মুরাদ অলীর ছেলে শাহারিয়ার ও সুলতানপুর এলাকার আব্দুর রহমানের ছেলে রবিউল ইসলাম।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহারিয়ার হাসান জানান, বাঙ্গালের মোড়ে ইয়াবা বিক্রি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুইশ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version