Site icon suprovatsatkhira.com

ঝিকরগাছায় যুবলীগ নেতার উপর বোমা হামলা: ৪৮ ঘণ্টায়ও কেউ আটক হয়নি

এম ওসমান, বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় শুক্রবার রাতে যুবলীগ নেতার উপর দুর্বৃত্তের বোমা হামলার ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা রেকর্ড হয়নি এবং এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে যুবলীগ নেতা শরিফুল ইসলাম পিপুল (৪২), তার সঙ্গী শার্শা উপজেলার উলাশী গ্রামের আবু সাইদের ছেলে আব্দুল ওহাব (৩৫) ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় মির্জাপুর দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানের নিকট পৌঁছলে একদল দূর্বৃত্ত তাদের ভ্যানগাড়ি লক্ষ্য করে দুটি হাত বোমা নিক্ষেপ করে। এ সময় শরিফুল ইসলাম পিপুল, আব্দুল ওহাব ও ভ্যানচালক ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা গ্রামের ইমান আলীর ছেলে আবুল কাশেম (৫৫) গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে আহত শরিফুল ইসলাম পিপুলর ছোট ভাই স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম মিলন জানান, ঘটনা উল্লেখ করে শনিবার সকালে ঝিকরগাছা থানায় একটি এজাহার দাখিল করেছি। এখনও পর্যন্ত এজাহাটি মামলা হিসাবে রেকর্ড করা হয়নি।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক সন্ধ্যা ৭টায় জানান, মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version