Site icon suprovatsatkhira.com

ঝাউডাঙ্গা আল হেরা মডেল একাডেমিতে আইসিটি উদ্বোধন

ঝাউডাঙ্গা প্রতিনিধি: সরকার ঘোষিত ডিজিটাল শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা আল হেরা মডেল একাডেমিতে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার (আইসিটি) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে একাডেমি মিলনায়তনে আয়োজিত আনুষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান আজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রভাষক আশফাকুর রহমান বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুল রহিম, আইসিটি প্রধান রাজু আহমেদ।
বক্তব্য রাখেন একাডেমির সহকারি শিক্ষক আবু সালাম, আব্দুর রহমান, আবিদুর রহমান, নাজমুল হোসেন, আনিছুর রহমান, বদরুজ্জামান, কাজল রেখা, উম্ম সালমা, আল আমিন, অভিভাবক মাস্টার জাহাঙ্গীর আলম, মোশাররফ হোসেন মুন্না প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ২০১৯ শিক্ষাবর্ষে আলহেরা মডেল একাডেমিতে প্লে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে নিয়মিত আইসিটি ক্লাস করানো হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version