Site icon suprovatsatkhira.com

ঝাউডাঙ্গায় স্মার্ট কার্ড বিতরণ শুরু

ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ শুরু হয়েছে।
রোববার (৪ নভেম্বর) ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদরাসায় সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ কার্ড বিতরণ করা হয়।
নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (৫ নভেম্বর) ২নং পাথরঘাটা ও ৩নং রাজবাড়ি ওয়ার্ডের জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে। এছাড়া আগামী ৬ নভেম্বর ৪নং গোবিন্দকাটি ও ৫নং বিহারীনগর ওয়ার্ড, ৭ নভেম্বর ৫নং মোহনপুর ও ৬নং আখড়াখোলা ওয়ার্ড, ৮ নভেম্বর ৬নং তুজলপুর ও বয়ারথোলা ওয়ার্ডের পুরুষ ও মহিলাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
এছাড়ও আগামী ১০ ও ১১ নভেম্বর ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাকী ওয়ার্ডগুলোর স্মার্ট জাতীয় পরিচয় পত্র প্রদান করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version