ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় আট দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ নভেম্বর) রাত ৮টায় সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। ঝাউডাঙ্গা বাজারের পাপড়ী অ্যাগ্রো লিমিটেডের সত্বাধিকারী মো. মাসুদুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি হিসেবে নগদ ৫০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স আপ দলকে নগদ ২০ হাজার ও ট্রফি প্রদান করা হবে।
প্রতিযোগিতায় পাপড়ী অ্যাগ্রো লি, পাপড়ী ট্রান্সপোর্ট, ডিএসএ ক্লাব খুলনা, পাবনা ডিএসএফ ক্লাব, ঢাকা ডিএসএফ ক্লাব, বগুড়া ডিএসএফ ক্লাব, কুষ্টিয়া ডিএসএফ ক্লাব ও চুয়াডাঙ্গা ডিএসএফ ক্লাব অংশ গ্রহণ করছে।