সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষক সমিতির অফিস কক্ষে রোববার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। এতে ৪১জন প্রতিনিধির মধ্যে ৪০জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের ফলাফল অনুযায়ী ২৪ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ২৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আশাশুনির চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম মোস্তাফিজুর রহমান এবং অর্থ সচিব পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কালিগঞ্জ রহমতপুর নবযুগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আফজাল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি