ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামের ৬৭তম জন্মদিন আজ। ১৯৫৩ সালের ১৭ নভেম্বর তিনি সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের উত্তর ফিংড়ী গ্রামে জন্মগ্রহণ করেন।
তার পিতার নাম আব্দুল জব্বার ও মাতার নাম রিজিয়া সুলতানা। তাঁর শৈশব কেটেছে মরিচ্চাপ নদীর পাড়ে ছায়া সু-নিবিড় শান্তির নীড় উত্তর ফিংড়ী গ্রামে।
মো. নজরুল ইসলাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-নাগরিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত।