Site icon suprovatsatkhira.com

জিরণগাছায় প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হচ্ছে শ্যামাকালী পূজা

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের জিরণগাছা হাটখোলা সার্বজনীন দুর্গা মন্দির আয়োজিত পাঁচদিন ব্যাপী শ্রীশ্রী শ্যামাকালী পূজা।
মঙ্গলবার (৬ নভেম্বর) থেকে শুরু হওয়া কুশুলিয়া ইউনিয়নের জিরণগাছা যুব সংঘের উদ্যোগে আয়োজিত পূজার সমাপ্তি হবে শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যায়।
জিরণগাছা যুব সংঘের সভাপতি সুভেন্দু মন্ডল সুপ্রভাত সাতক্ষীরা প্রতিনিধিকে জানান, হেমন্তের শুভ আগমনে গ্রাম-গঞ্জে, শহর-বন্দরে বেজে উঠে মায়ের আগমনী বার্তা। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। শারদীয় আনন্দ শেষ হতে না হতেই বাঙালির দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্রীশ্রী শ্যামাকালী পূজা গত মঙ্গলবার রাত ১২টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সারা রাতব্যাপী মাতৃমন্দিরে সার্বজনীন শ্রীশ্রী শ্যামাকালী পূজা, অর্চ্চনা, ভোগ, আরতি, পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও আলোকসজ্জা প্রদর্শনী হয়।
তিনি আরও জানান, শিশির সিক্ত সোনালী রোদে পুলকিত হয়ে বাঙালির ঘর, মন, পূজামন্ডপগুলো আলোকিত করে মা এসেছিলো ধরার বুকে। আর আমরা ভক্তবৃন্দ মায়ের পূজার ভক্তির বরণডালা সাজিয়ে মায়ের আগমনকে সানন্দে স্বাগত জানিয়ে শ্রীশ্রী শ্যামাকালী পূজা করেছি। আজ ১০ নভেম্বর সন্ধ্যায় আলোকসজ্জা প্রদর্শনী শেষে বিসর্জনের মধ্য দিয়ে মাকে বিদায় জানাবো।
এদিকে পূজামন্ডপ পরিদর্শন করেছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক গাজী মিজানুর রহমান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব অসিত সেন প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version